রায় আসল না যমুনাতে। বিখ্যাত ধামাইল গান। সুনামগঞ্জের মা বোনদের পরিবেশনায় সেরা ধামাইল। dhamail song।
সিলেট অঞ্চল আবহমানকাল ধরে বাংলার লোকগীতিকে করেছে সমৃদ্ধ। দেশবরেণ্য অসংখ্য শিণ্পী, গীতিকার, মরমী কবি,বাউলের জন্মভূমি হচ্ছে এ অঞ্চল।
এ জনপদে জন্মগ্রহণ করেছেন মরমী কবি হাসন রাজা, শাহ আবদুল করিম, রাধারমণ দত্ত, সৈয়দ শাহনুর, সৈয়দ হোসেন আলম, দূরবীন শাহ, কালাশাহ, ছাবাল শাহ, এলাহী বক্স মুন্সী, শাহ আছদ আলী, পীর মজির উদ্দিন, আফজল শাহ শীতালং শাহ, প্রতাবরঞ্জন তালুক্দার, আরকুম শাহ এবং আরও অনেকে। তাদের সৃষ্ট বাউল গান, সারি গান, জারি গান, বিয়ের গান, মালজোড়া বা কবি গান, ভাটিয়ালি গান, ঘেঁটু গান, কীর্তন, গাজীর গান ও ধামাইল সিলেট অঞ্চলকে এক বিশেষ উচ্চতায় আসীন করেছে। তার মধ্যে ধামাইল গান অন্যতম।
বর্তমানে আকাশ সংস্কৃতি কারণে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ধামাইল গান। লোকজ সংস্কৃতির এই ধারাকে রক্ষায় এগিয়ে এসেছে Tapan Sharker নামের এই চ্যানেলটি।