MENU

Fun & Interesting

যে জিকির একসঙ্গে ১বার করলে বড় সপ্ন বড় চাওয়া পূর্ণ হবে | মুস্তাকুন্নবী কাসেমী | Mustakunnabi Kasemi

Video Not Working? Fix It Now

যে জিকির একসঙ্গে ১বার করলে বড় সপ্ন বড় চাওয়া পূর্ণ হবে। ​আল্লামা মুফতী মুস্তাকুন্নবী কাসেমী Mustakunnabi Kasemi waz new waz 2024 আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় যে চার বাক্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে এবং দুনিয়া ও পরকালের সফলতা পেতে ছোট ছোট বাক্যের সহজ তাসবিহ পাঠ করার সুযোগ রয়েছে মুসলিম উম্মাহ'র জন্য। আল্লাহ কোরআনে পাকে মানুষকে উদ্দেশ্য করে নির্দেশ দিয়েছেন এভাবে- ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ কর।’ (সুরা আহযাব : আয়াত ১৪) হাদিসের বর্ণনায় ৪টি বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তিনি এ তাসবিহ পড়লে খুবই খুশি হন। জিকির-আজকারের ফজিলত বর্ণনা থেকে তা সুস্পষ্ট। হাদিসে পাকে এসেছে- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার ‘সুবহানাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ ও ‘আল্লাহু আকবার’ বলা সারা দুনিয়া অপেক্ষাও আমার কাছে প্রিয়। (মুসলিম) হাদিসে উল্লেখিত সারা দুনিয়া থেকে প্রিয় বলার দ্বারা উদ্দেশ হলো- দুনিয়া ও দুনিয়ার সব সম্পদ থেকে প্রিয়। হজরত ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘এর মর্মার্থ হলো- অধিক সাওয়াবের দিক থেকে দুনিয়ার অস্ত, উদয় ও ধ্বংস থেকে অধিক প্রিয়। হাদিসের অন্য বর্ণনায় এসেছে- হজরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ‘শ্রেষ্ঠ বাক্য হচ্ছে ৪টি- سُبْحَانَ الله – اَلْحَمْدُ للهِ – لَا اِلَهَ اِلَّا الله – اَللهُ اَكْبَر উচ্চারণ : সুবহানাল্লাহি; আলহামদুলিল্লাহি; লা ইলাহা ইল্লাল্লাহু; আল্লাহু আকবার। অর্থ : ‘আল্লাহ পবিত্র; আল্লাহর জন্য প্রশংসা; আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ সর্বাপেক্ষা মহান।’ অন্য বর্ণনায় এসেছে, ‘উল্লেখিত ৪টি বাক্য আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। এর যে কোনোটি তুমি বলবে তোমার কোনো ক্ষতি হবে না। (মুসলিম) হাদীস দ্বারা চারটি বাক্যের বিশেষ ফযীলত প্রমাণিত হয়। বাক্যগুলোতে মহান কিছু বিষয় থাকার কারণে আল্লাহর নিকট তা মানুষের সবচেয়ে প্রিয় কথা। বিষয়গুলো হলো, বাক্যগুলোতে রয়েছে, আল্লাহর পবিত্রতার বর্ণনা, তার জন্য প্রয়োজনীয় পরিপূর্ণতার গুণগুলো সাব্যস্ত করা। একত্ববাদ ও বড়ত্বকে কেবল তার জন্য সাব্যস্ত করা। আর এ বাক্যগুলোর ফযীলত ও সাওয়াব লাভের জন্য ধারাবাহিকতা রক্ষা করে বলার কোনো প্রয়োজন নেই, যেমনটি হাদীসে এসেছে। আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,لأَنْ أَقُولَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ أَحَبُّ إِلَىَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ- ‘আমার এই বাক্যমালা ‘সুবহানাল্লাহ’ ‘আলহামদুলিল্লাহ’ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ‘আল্লাহু আকবার’ পাঠ করা সেই সমস্ত বস্ত্ত অপেক্ষা অধিক প্রিয়, যার উপর সূর্যোদয় হয়’। মুসলিম হা/২৬৯৫। আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) একদিন বললেন, তোমরা বাঁচার জন্য ঢাল ধর। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! শত্রু বাহিনী কি এসে পড়েছে? তিনি বললেন, না; বরং তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধর। তোমরা বল, ‘সুবহানাল্লাহ’ ‘আলহামদুলিল্লাহ’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লা’ আল্লাহু আকবার’ কেননা এই বাক্যগুলি তোমাকে ক্বিয়ামতের মাঠে রক্ষা করবে। তোমাকে অগ্রগামী রাখতে এই বাক্যগুলো হবে ফলদায়ক সৎকর্ম’। হাকেম হা/১৯৮৫; নাসাঈ চারটি বাক্য আল্লাহর নিকট প্রিয় হওয়ার প্রমাণ মেলে নিম্নোক্ত হাদীছ থেকে- ‘নিশ্চয়ই আল্লাহ সকল বাক্য থেকে চারটি বাক্য চয়ন করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার জন্য ২০টি নেকী লেখা হবে এবং ২০টি গুনাহ মোচন করা হবে। যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, তার জন্য অনুরূপ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্যও অনুরূপ ফযীলত রয়েছে। আর যে ব্যক্তি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে আলহামদুলিল্লাহি রাবিবল আলামীন বলবে, তার জন্য ৩০টি নেকী লেখা হবে এবং ৩০টি পাপ মোচন করা হবে’। আহমাদ হা/ ৮০১২ রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে ও সূর্যাস্তের পূর্বে ১০০ বার ‘সুবহানাল্লাহ’ বলবে সেটা তার জন্য ১০০টি কুরবানীর পশুর চাইতেও উত্তম হবে’। যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে ও সূর্যাস্তের পূর্বে ১০০ বার ‘আলহামদুলিল্লাহ’ বলবে সেটা তার জন্য আল্লাহর রাস্তায় ব্যবহৃত ১০০টি ঘোড়ার চাইতেও উত্তম হবে’। যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে ও সূর্যাস্তের পূর্বে ১০০ বার ‘আল্লাহু আকবার’ বলবে সেটা তার জন্য ১০০টি গোলাম আযাদের চাইতেও উত্তম হবে’। নাসাঈ, সুনানুল কুবরা হা/১০৫৮৮ নু’মান ইবনে বাশীর (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘তাসবীহ, তাহলীল ও তাহমীদ-এর মাধ্যমে তোমরা আল্লাহর যে মহিমা বর্ণনা করো তা মৌমাছির গুঞ্জনের ন্যায় শব্দ করে আরশের চারপাশে ঘুরতে থাকে। সেগুলো নিজ নিজ প্রেরকের কথা উল্লেখ করতে থাকে। তোমাদের কেউ কি এটা পছন্দ করে না যে, আল্লাহর নিকট অনবরত তার উল্লেখকারী কেউ থাকুক? ইবনু মাজাহ হা/৩৮০৯ #জিকিরের_গুরুত্ব_ও_ফজিলত #অনবরত_জিকিরের_ফজিলত #গোপন_আমলের_মর্যাদা_ও_সুফল #যে_আমল_গুলো_একাকী_গোপনে_করলে_আল্লাহ_সঙ্গী_হবেন #জিকিরের_১০_উপকারিতা #যে_জিকির_করলে_যা_চাইবেন_তাই_দিতে_আল্লাহ_বাধ্য_থাকবে #সর্বোত্তম_জিকির_১বার_করলে_আল্লাহ_বলেন_যতই_কঠিন_কিছু_চাও_আমি_তাই_দিব #যে_দোয়া_করলে_যা_চাইবেন_তাই_পাবেন #এই_দোয়া_করে_যা_চাইবেন_ইনশাআল্লাহ_তাই_পাবেন #মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী #মুস্তাকুন্নবী_কাসেমী #Mufti_Mustakunnabi_Kasemi #Mustakunnabi_Kasemi_2022 #মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী #Mufti_Mustakunnabi_Kasemi #মুফতি_মুস্তাকুন্নবী_কাসেমী_নতুন_বয়ান #মুফতি_মুস্তাকুন্নবী_কাসেমী_২০২২ #মুফতি_মুস্তাকুন্নবী_ওয়াজ #মুফতি_মুস্তাকুন্নবী_সাহেবের_ওয়াজ #বাংলা_ওয়াজ #মুস্তাকুন্নবী_কাসেমী_2022 #মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী #বাংলা_ওয়াজ #allamah #মুস্তাকুন্নবী_কাসেমী_2023 #২০২৪ #Waz 2024 #new waz 2024 #mustakunnabi2024 #allama_mufti_Mustakunnabi_kasemi2024

Comment