বর্ষাকালীন মুলা||বিঘা প্রতি ৪০ দিনে বিক্রি ১ লক্ষ টাকা!!
#radish cultivation
#মুলা চাষ পদ্ধতি
#উচ্চমূল্য ফসল মুলা
https://youtu.be/c5nXPbHP2NA
https://youtu.be/BhlsjomoyR4
বর্ষাকালীন মুলা চাষে সু-দিন চলছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুলা চাষীদের। মুলা সাধারণত শীতকালীন রবি মৌসুমের সবজি হলেও আধুনিক কৃষি প্রযুক্তির কল্যানে সারা বছরই মুলা চাষ হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।
মুলা এখন বারোমাসেই চাষ হচ্ছে এখানে। সাধারণত বেলে দো আঁশ মাটি মুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী। সু-নিষ্কাশিত উর্বর জমি মুলা চাষের জন্য ভালো। মুলা ৪০-৪২ দিনের ফসল।
উপজেলার তালিবপুর, কৃষ্ণপুর, মধুপুর, বালুপাড়া, আঁচলাই, রায়নগর সহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় মুলা ক্ষেতের পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে কৃষকরা। মুলার বর্তমান বাজার দর ভালো থাকায় বেশ ফুরফুরে মেজাজে মুলা চাষীরা। বর্তমানে প্রতি বিঘা জমির মুলা বিক্রি হচ্ছে ১ লক্ষ টাকা। বিঘা প্রতি খরচ হচ্ছে ২৫-২৮ হাজার টাকা।
উপজেলার তালিবপুর এলাকার কৃষক মোঃ মাজেদ আলী বলেন, মুলা হলো জুয়ার ফসল, মুলার বাজার দর এক এক দিন এক এক রকম। বর্তমানে আমার ৩ বিঘা জমির মুলা বিক্রির উপযোগী হয়েছে। জমিতেই ৩ বিঘার মুলা ৩ লক্ষ টাকা দাম করছে ব্যাপারী আমি রাজি হয়নি। আমি আশা করছি বিঘা প্রতি ১ লক্ষ ২০-২৫ হাজার টাকা বিক্রি করতে পারবো।
কৃষ্ণপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, গত দুই মাস আগে মুলা জমিতেই চাষ দিয়ে নষ্ট করে দিয়েছি। মুলা নেওয়ার মত কোন ব্যাপারী ছিলোনা। আমার খরচার টাকায় উঠেনি। বর্তমানে আবার ২০ শতক জমিতে মুলা চাষ করছি। এখন দাম ভালো, আশা করছি গতবারের লোকসান পুষে উঠতে পারবো।
আমাদের আজকের ভিডিও বর্ষাকালীন মুলা চাষে সফলতা নিয়ে।
ভিডিও নির্মাণে-
মোঃ সাইফুর রহমান
উপসহকারী কৃষি অফিসার
শিবগঞ্জ, বগুড়া
০১৭১৯০৩৮২৫৬