|মেঘলা_আকাশের_রোদ্দুর|চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত মনে হচ্ছে বাড়িতে উৎসব লেগেছে পুরো
|মেঘলা_আকাশের_রোদ্দুর|চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত মনে হচ্ছে বাড়িতে উৎসব লেগেছে পুরো বাড়ি সুন্দর পরিপাটি করে সাজানো #Heart touching story
#লেখনীতে#শ্যামলী_রহমান
#Bangla short story #Romantic গল্প
#জীবনের গল্প
#অসাধারণ প্রেমের গল্প
#গল্প কাহিনী
#sad story
#emotional love story
#Bangla emotional story
#love কাহিনি
চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত মনে হচ্ছে বাড়িতে উৎসব লেগেছে পুরো বাড়ি সুন্দর পরিপাটি করে সাজানো গুছানো হচ্ছে।কোনো জায়গায় যেন ময়লা না থাকে সে ডিরেকশন দিচ্ছে মহিমা চৌধুরী মানে আমার আম্মু আর রান্না নিয়ে দৌড়াদৌড়ি করছে রাহেলা চৌধুরী তিনি আমার বড় আম্মু । সকালে কলেজে যাওয়ার সময় সব ঠিকঠাক ছিলো কলেজ থেকে এসে বিকেল থেকে দেখতেছি এতো আয়োজন এখন সন্ধ্যে তবুও শেষ হয়নি। আম্মু আর বড় আম্মুকে জিজ্ঞেস করলে তারা কাজের তাগড়া দিয়ে চলে যায়। যাওয়া আগে আম্মু বলে যায় তোর জঙ্গল রুমটা পরিষ্কার করবি সারাদিন শুয়ে বসে থাকিস তবুও নিজের সামান্য রুমটা গুছিয়ে রাখিস না। মেঘলার মেজাজ গরম হয়ে গেল একে তো প্রশ্নের কোনো উত্তর দিলো না সাথে বকা ফ্রী এজন্য রেগে চলে আসছিলো তখন রিদিতার দেখা হয় মেঘলার মুখে রাগ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে রে মুখটা এমন করে রেখেছিস কেন?
#মেঘলা_আকাশের_রোদ্দুর
লেখিকা:#শ্যামলী_রহমান