প্রায় ২০০ বছর আগে মানিকগঞ্জের মত্ত গ্রামে বাস করতেন হেমসেন নামে এক অত্যাচারী জমিদার। হেমসেনের বাবার মৃত্যুর পর শেষকৃত্য অনুষ্ঠিত হয় যেখানে, সেখানেই তিনি ২০০ ফুট উচ্চতার এই মঠটি নির্মাণ করেছিলেন। অপরূপ এই মঠ নির্মাণে সুদূর ইরাক থেকে মিস্ত্রি এনেছিলেন হেমসেন। তিনি অত্যাচারী জমিদার ছিলেন। তার নির্মিত মঠ কিংবা জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ নাকি ছাতা মাথায় কিংবা জুতো পায়ে যেতে পারতো না।
এই মত্তগ্রামেই রয়েছে বিশ্বনন্দিত অর্থনীতিবিদ নোবেল বিজয়ী অমর্ত্য সেনের পৈত্রিক বাড়ি। আজকের ভিডিওতে অত্যাচারী জমিদারের নির্মমতার কাহিনীর পাশাপাশি দেখাবো অমর্ত্য সেনের পৈত্রিক বাড়িও।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: [email protected]
#motter_moth #manikganj #মত্তের_মঠ #মঠ