কল্পনাতীত লম্বা সময় ধরে ‘ভূমি’ বিপুল পরিমাণের বস্তু ধারণ করে রাখবে। তারপর তার দায়িত্ব শেষ হবে। এক নতুন জগত তৈরি হবে, যেখানে ভূমিকে প্রশস্ত করে সমতল করে ফেলা হবে, যেন মৃত মানুষেরা আবার উঠে দাঁড়াতে পারে, তাদের শেষ বিচারের জন্য। সেই বিচার দিনের জন্যই ভূমিকে তৈরি করা হয়েছে। সেদিন ভূমি তার রবের আদেশ পালন করে তার দায়িত্ব সম্পূর্ণ করবে।
সূরা আল-ইনশিক্বাকের এই আয়াতগুলোর মধ্য দিয়ে আল্লাহ তা'আলা মানুষকে তার অবস্থান কোথায় তা জানিয়ে দেন। বিশাল পৃথিবী, উপরে কল্পনাতীত বড় সৃষ্টিজগত, প্রকাণ্ড মহাবিশ্ব —যাদেরকে আমরা এত সমীহ করি, তাদেরকেই আল্লাহ তা'আলা টেনে ছিঁড়ে ফেলবেন। তাহলে মানুষের মত নগণ্য সৃষ্টি কীভাবে এই প্রচণ্ড ক্ষমতাকে অবমাননা করার ধৃষ্টতা দেখায়?
#DeenDaily
সাবস্ক্রাইব করুন Deen Daily ইউটিউব চ্যানেলেঃ
https://www.youtube.com/c/DeenDaily?sub_confirmation=1