MENU

Fun & Interesting

দেশি ছাগলে ভরসা বেশি || ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন পদ্ধতি || সফল নারী উদ্যোক্তার গল্প || C N Goat Care

AgriBees 297,956 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

আগে উন্নত প্রজাতির ছাগল করে কম খরচে ছাগল পালনের চেষ্টা করেছিলেন সোনারপুরের নারী উদ্যোগক্তা চন্দনা নস্কর। কিন্তু চড়িয়ে ছাগল পালন করে এবং ছাগলকে দানা খাবার না দিয়ে - এইভাবে ছাগল পালন করতে গিয়ে তিনি দেখলেন সেই ছাগল গুলো বছরে একবার বাচ্চা প্রদান করে ; যা ওনার জন্য value for money হচ্ছিল না। কারণ উন্নত প্রজাতির ছাগল পালন করতে গেলে তাদের শরীরে dry matter বা দানা খাবারের প্রয়োজন।

তাই ছাগলের জাত পরিবর্তন করে তিনি তাঁর সংগ্রহে এবার ব্ল্যাক বেঙ্গল ছাগল রাখলেন ( যদিও আগে কয়েকটি ছিল)। এবার দেশি ছাগলেই বাজিমাত হলো। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের শরীরে dry matter তুলনামূলকভাবে অনেক কম প্রয়োজন। প্রাকৃতিক খাবারের ওপর নির্ভরশীল হয়ে এই জাতের ছাগল বছরে দুবার করে বাচ্চা উৎপাদন করতে পারে। চন্দনা দি এই জাতের ছাগল গুলোকে কোন দানা জাতীয় খাবার দেন না, যদিও ভিটামিন- মিনারেল - ক্যালশিয়াম প্রদান করেন।

আরো বিশদে এই ভিডিওতে Black Bengal ছাগল পালন সম্পর্কে আলোচনা করা হলো।

@chandananaskar7907

Link - https://youtube.com/@chandananaskar7907

Comment