বস্তায় ঢেঁড়স চাষ করার পদ্ধতি | কি করলে সারা বছর বস্তায় প্রচুর পরিমাণ ঢেঁড়স ধরবে | Ladies finger
আশা করি সবাই ভাল আছেন, আজকে আমি আপনাদের দেখাবো বস্তায় ঢেঁড়স চাষ করার পদ্ধতি।
আমরা অনেকেই বাড়ির টবে, ছাদে বা বস্তায় ঢেঁড়স চাষ করে থাকি।
তবে আমরা অনেকেই বাড়িতে ঢেঁড়স চাষ করে ভাল ফলন পাইনা।
আজকে আমি বস্তায় প্রায় ঢেঁড়স এর বীজ লাগানো থেকে ঢেঁড়স ধরানোর পদ্ধতিটা দেখাবো।
বস্তায় হাইব্রীড জাতের ঢেঁড়স চাষ করার জন্য প্রথমে দোআঁশ মাটি নিতে হবে।
ঢেঁড়স এর বীজ ১২ ঘণ্টা পানিতে ভিজিতে লাগিয়ে দিতে হবে।
বীজ থেকে চারা গজাতে সময় লাগবে ৭ থেকে ১০ দিন।
ঢেঁড়স গাছ যখন একটু বড় হবে তখন জৈব সার দিয়ে দিতে হবে।
ঠিকমত যত্ন নিলে খুব কম সময়ের মাঝে ঢেঁড়স ধরবে।