মাইজভান্ডার মিলাদ কিয়াম | মৌলানা নুরুল হুদা | বাবা ভান্ডারী গোলামুর রহমান কেবলা কাবা (রঃ)
for better sound quality
https://youtu.be/SHtvD7Claf8
প্রতি বৃহঃস্পতিবার বাবাজান কেবলা কাবার নাতি সৈয়দ শামসুদ্দোহা মেঝ মিয়ার আয়োজনে বাবা ভান্ডারীর রওজাকে সামনে রেখে মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়ে আসছে ৫০-৫২ বছর ধরে। এই মিলাদটি যখন রেকর্ড করা হয় তখনো মেঝ মিয়া বাবাজান আমাদের সাথে ছিলেন অসুস্থ শরীরে। এটিই ছিল ওনার শেষ মিলাদ। কখনো বুঝতে পারিনি এটা ওনার শেষ মিলাদ হবে। ওনার চলে যাওয়ার পরেও ঠিক একি ভাবে বৃহঃস্পতিবার মিলাদ কিয়ামের আয়োজন চালু আছে। আপনারা সকলে মাইজভান্ডারির চরনে প্রতি বৃহঃস্পতিবার রাতে হাজিরা দিতে অবশ্যই আসবেন।