MENU

Fun & Interesting

হবিগঞ্জে মনির হোসেন এবং মাহমুদা আক্তার জলির ছাদকৃষি | পর্ব ৩৩৫ | Shykh Seraj | Channel i |

Shykh Seraj 14,893 lượt xem 2 days ago
Video Not Working? Fix It Now

হবিগঞ্জে মনির হোসেন এবং মাহমুদা আক্তার জলির ছাদকৃষি
========================

হবিগঞ্জ শহরের ইতনাবাদ আবাসন এলাকার এই বাড়িটির মূল অলংকারই হচ্ছে গাছগাছালি। বাড়ির ছাদ, টেরেস, বারান্দা কিংবা আঙিনা সবখানেই ফসল আর উদ্ভিদের ছড়াছড়ি। যা অন্যসব ভবন থেকে ভিন্নরূপ দিয়েছে বাড়িটিকে।

সবুজ এই কাননের কেন্দ্রবিন্দু ছাদ। ২ হাজার ৩শ ৫০ বর্গফুট আয়তনের পুরাটা জুড়েই এই ফল ফসলের উদ্যোক্তা মনির হোসেন। বোঝায় যায়, ফলের প্রতি বিশেষ ঝোঁক রয়েছে তার। ২৫ জাতের প্রায় ৭শ উপরে ড্রাগন ফলের গাছ রয়েছে এই ছাদে।

তার মতে, ছাদকৃষির জন্য উপযুক্ত ফলই হচ্ছে ড্রাগন, সাইট্রাস জাতির ফল আর আনার। যে লক্ষে এবারই প্রথম ১৯ জাতের আনার গাছ সংগ্রহ করেছেন। তার মতে, আনারের ভালো ফলন পেতে দরকার পরিচর্যার ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেয়া।

Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj


#SSERAJ

Comment