#rooftop_farming #Thai_variety_fruit_Garden
ভিডিও করার কোন শেষ নেই দিনে দিনে আমরা নতুন নতুন ছাদ বাগানে পা রাখছি। অনেক কিছু শিখতে পারছি সেই সমস্ত ভিডিওগুলো থেকে আগে একরকম বাগান হত আর এখন আরো একরকম বাগান আগে এক ধরনের অভিজ্ঞতা আপনাদের কাছে জানাতাম এখন আরও এক ধরনের অভিজ্ঞতা প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে শিখতে যাতে পারে বাগান করতে গেলে তার সব কিছু ডিটেলস কিন্তু জানানো হচ্ছে ভিডিও গুলো থেকে। শেখা শেষ রাখছি না হাতে-কলমে দেখানোর চেষ্টা চলছে প্রত্যেকটা জিনিস,
রোজ কিছু না কিছু শিখতেও জানতে পারছি আমরা সকলে।
গাছ কিভাবে কাটিং করবেন মাটি কিভাবে তৈরি করবেন এর সাথে বলে রাখি ঠিক দুপুর দেড়টার সময় পুরো গাছকে স্নান কিভাবে করায় সেটা কিন্তু আজকে খুব ভালো করে দেখিয়েছেন। এরকম ভাবে আমরা কোন সময় দেখিনি। আর শুনেও ভয় লাগে গাছ কিভাবে তৈরি করতে হয় সেসব এখন অতীত নতুন করে শিখে নিন গাছ তৈরি করার ভাবনা ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গায় ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া রোজ দুপুর একটা সময় নতুন ভিডিও পাবেন। একটু ফলো করলে ভালো বাগান করা সম্ভব হবে।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, থাকুন আমাদের সঙ্গে