জমিদার ও ধনাঢ্য ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত এক ঐতিহ্যবাহী জনপদ বেতিলা || BETILA JOMIDAR BARI
বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানার বেতিলায় অবস্থিত।আদলে বেতিলাএকটি সবুজ ঘেরা ছিমছাম গ্রাম। আর মাঝ দিয়ে বয়ে গেছে বেতিলা খাল। এই বেতিলা খাল এক সময় ছিল প্রবল খরস্রোতা। সময়ের সাথে সাথে এই খাল হারিয়েছে তার সৌন্দর্য। এ বেতিলা জমিদার বাড়ির লোক মুখে জমিদার বাড়ি হিসেবে প্রচলিত হলেও এগুলো বণিক ব্যবসায়ীদের বসতবাড়ি। সেই সময়ের অজপাড়াগাঁয়ের এই বিশাল দালানকোঠা শান - শওকত স্থানীয়দের কাছে জমিদাীর হিসেবে পরিচিত। বেতিলা জমিদার বাড়ি হিসেবে পরিচিত বাড়িটি এখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে পাশাপাশি দুটো ভবন রয়েছে। এ ভবনের ইতিহাস খুব একটা পরিচিত নয়। ঘটনাপ্রবাহ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো সূত্রের সন্ধান পাওয়া যায়নি।
#jomidarbari #betila_jomidarbari #manikganj