ছোট্ট শিক্ষার্থীদের ক্যারাটে কৌশল দেখুন। এই বিষয়ে আজ পরীক্ষা ছিলো। পুরষ্কার - সংবর্ধনা। 26/1/025
উত্তর24 পরগনার জেলার অন্তর্গত মধ্যমগ্রাম হিন্দু মিলন মন্দিরের প্রাঙ্গনে আজ অভিভাবক ও শিক্ষাকদের সামনে ছোট্ট শিক্ষার্থীরা ক্যারাটে প্রদর্শন করেন । তাদের এই কৌশল দেখতে পথ চলতি মানুষদের দৃষ্টি আকর্ষণ করে। এখানে তাদের নিজস্ব পরীক্ষা চলে। পরে তাদের যোগ্যতার ভিত্তিতে বাছাই করে বিচারক মন্ডলী । উৎসাহ প্রদান করা হয়।
বিশেষ দ্রষ্টব্য : এই চ্যানেল সম্প্রচারিত ভিডিও আয়োজক কমিটির/কর্তৃপক্ষের/সংস্থার সহযোগিতার মাধ্যমেই সংগ্রহীত বিনোদনের জন্য শুধুই। কোনও প্রকার প্রভাবিত করার জন্য না। উল্লেখিত বক্তব্য বক্তার নিজস্ব। এর সাথে চ্যানেলের কোনও সম্পর্ক নেই। স্থান/কাল/ব্যক্তির কোনও প্রকার দায়িত্ব বহন করে না।