জালালী কেন এতো লম্বা রাখলেন | লম্বা চুলের ওয়াজ | mufti jonaid hossain jalali | মুফতি জুনাইদ জালালী
পীরজাদা মুফতি জুনাইদ হোসেন জালালী ,এ আলোচনা করেছেন লম্বা চুল জায়েজ আছে কি ,চুল রাখা তিন প্রকার ,তাই দয়া নবী যখন হেরা গুহায় ছিলেন চুল মোবারক অনেক লম্বা হয়ে গিয়েছিল ,তাই সাহাবারা ওলামাগণ তিন ভাবে চুল রাখা হয় ,তাই তিন ভাবে চুল রাখার সুন্নত রাসুল ।
দয়াল নবীজি ছায়া মোবারক ছিল না , তাই দুনিয়ার কোন মানুষের এ কথা বলতে পারবে না দয়াল নবীজির ছায়া মোবারক ছিল ।তাই দয়াল নবীজির অগণিত মুঝে যা দেখে আরব দেশের লোকদের নবীজির জন্য আস্তে আস্তে পাগল হয়ে গেল ,যার ভিতরে কোন প্রেম নাই ,ওই ব্যক্তির ঈমান নাই ভালোবাসা নাম ঈমান। নবীজিরপ্রতি ভালোবাসাই ঈমান।
#mufti_jonaid_hossain_jalali