শায়খ ইউসুফ আল-কারাদাউই (রঃ) এর রচনায় তিনি ব্যাখ্যা করেছেন, আল্লাহ সর্বশক্তিমান - তবু কেন জীবনে এত দুঃখ কষ্ট, এত দুর্দশা, এত হতাশা। তাঁর ব্যাখ্যায় তিনি শায়খুল ইসলাম ইবনু তাইমিইয়াহ (রঃ) এবং হুজ্জাতুল ইসলাম ইমাম আল গাযালি (রঃ) এর আলোচনা তুলে ধরেছেন।