MENU

Fun & Interesting

নফস ও নফসের নিয়ন্ত্রণ | ইসতেগফার করে কুধারণা থেকে নিজেকে মুক্ত রাখুন | An Nahda

An Nahda 63,809 2 years ago
Video Not Working? Fix It Now

নফস ও নফসের নিয়ন্ত্রণ মুমিনের জন্য পরীক্ষা | ইসতেগফার করে কুধারণা থেকে নিজেকে মুক্ত রাখুন |An Nahda নফসের ধোকা থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। শয়তানের কুমন্ত্রনা থেকে বাঁচতেও আল্লাহর সাহায্য প্রয়োজন। বেশি বেশি ইসতেগফার করতে হবে। উল্লেখিত দোয়াটিও আমল করতে পারেন। ‎اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ উচ্চারণ : আল্লাহুম্মা রাহমাতাকা আরঝু ফালা-তাকিলনি ইলাাা- নাফসি ত্বরফাতা আইন্। ওয়া-আসলিহ্ লীীী শা’নি কুল্লাহু। লা ইলাহা ইল্লাহ আনতা। অর্থ : হে আল্লাহ আমি তোমার রহমত কামনা করছি। তুমি আমাকে এক মুহূর্তও আমার নিজের ওপর ছেড়ে দিও না। বরং তুমি নিজেই আমার সমস্ত ব্যাপার সঠিক করে দাও। তুমি ব্যক্তি আর কোনো ইলাহ বা বিপদ থেকে রক্ষাকারী নেই। (আবু দাউদ, মুসনাদে আহমাদ) নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি Subscribe করুন। উপকৃত হলে শেয়ার করুন। ধৈর্য ধারনে সমস্যার সমাধান | সবরের ফজিলতও রয়েছে |সবর নিয়ে কোরআন-হাদিস | জীবনের সফলতা | https://youtu.be/6Bimo5AvtCk #annahda

Comment