পূজ্য বনভান্তের জীবনী ও এতদাঞ্চলে তাঁর সদ্ধর্ম পুনর্জাগরণের বহূমাত্রিক অনন্য সব অবদানের কথা বর্তমান ও আগামী প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এখানে পূজ্য ভন্তের গৃহীকালিন ও সাধনাকালের কিছু অংশ নাট্যরূপ দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে-কাহিনীর স্পষ্টতার কারণে।