|ছুঁয়ে_দিলে_মন|শুদ্ধর বউ হবে কি না এক পিতৃপরিচয়হীন মেয়ে..?নো ড্যাড, সরি। আই ক্যান্ট ম্যারি আ গার্ল উইদাউট আ ফাদার্স আইডেনটিটি #Heart Touching story #Bangla short story
#লেখনীতেঃমিশকাতুল
শুদ্ধর বউ হবে কি না এক পিতৃপরিচয়হীন মেয়ে..?
নো ড্যাড, সরি। আই ক্যান্ট ম্যারি আ গার্ল উইদাউট আ ফাদার্স আইডেনটিটি। বিসাইডস, আই'ল মেরি হুয়েভার ইউ চুজ ফর মি। লিভিং রুমের এক কোণায় দাঁড়িয়ে থাকা সারাহর কানে তা বার বার প্রতিধ্বনি হতে থাকলো। আজ যে জীবনের এই সত্য কথাটা নতুন শুনছে তা নয়। কিন্তু শুদ্ধর মুখে এই মুহুর্তে এই কথা আশে করেনি সারাহ। অপলক দেখলো এতোদিন পাপা বলা মানুষটাকে যার আদরে আজ সে এতো বড় । যাকে নিজের বাবার জায়গা অনায়াসে দিয়ে দিয়েছে সে। সোফায় বসা শিহাব সাহেব চোখের চশমা ঠিক করলেন। শুদ্ধ তার এক মাত্র ছেলে।তার সাথেই সারাহ'র বিয়ের কথা নিজেই তুলেছিলেন তিনি। মেয়েটাকে সেই যে কুঁড়িয়ে আনলেন সেদিনের পর থেকে চোখের আড়াল করেননি তিনি।
#ছুঁয়ে_দিলে_মন
#সকল পর্ব একসাথে
#মিশকাতুল