ধরলা নদীর বুকে অবস্থিত এই সবুজ-শ্যামল ফলিমারী চরের মানুষের হদয়ের লাল টকটকে কষ্টদহন দূর দেখা যায় না, অনুধাবনও করা যায় না। গতপর্বে এই চরের মানুষের কষ্টের জীবনের একচিলতে দেখিয়েছি মাত্র। গিতালদহ ব্রিজ দেখে মনসুর ভাইকে অনুসরণ করে এখন প্রবেশ করছি চরের জনবসতির ভেতরে, জানি না আরো কতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে চলেছি আমি।
Contact :
[email protected]
#folimari_char #lalmonirhat