হোটেলের বাবুর্চির রান্না খাসির রেজালা । খাসির রেজালা রেসিপি । Biye Barir Khasir Rezala Recipe Bangla
হোটেলের বাবুর্চির রান্না খাসির রেজালা । খাসির রেজালা রেসিপি । Biye Barir Khasir Rezala Recipe Bangla
Bangladeshi Rezala Rannar Recipe:
খাসীর মাংশ – ১ কেজি
পিয়াজ কুচি – দেড় কাপ
তেল – এক কাপের তিন ভাগের এক ভাগ
আদা বাটা – দেড় টেবিল চামুচ
রসুন বাটা – দুই চা চামুচ
মরিচের গুড়া – ১ চা চামুচ
হলুদের গুড়া – আধা টেবিল চামুচ
সাদা গোলমরিচ গুড়া – ১ চা চামুচ
শাহী জিরার গুড়া – আধা চা চামুচ
গরম মশলার গুড়া – ১ চা চামুচ
জায়ফল জয়ত্রির গুড়া – আধা চা চামুচ
লবঙ্গ – ৪ টি
এলাচি – ২ টি
দারুচিনি – ৩ টুকরা
তেজপাতা – ২ টি
টক দই – ২ টেবিল চামুচ
কেওড়া জল – ২-৩ ফোঁটা
লবন – স্বাদ মতো
কাঁচা মরিচ – ৬-৭ টি (ফালি করে বা বড় কুঁচি করে
মাখন – ১ টেবিল চামুচ
মাওয়া - ১ টেবিল চামুচ
গুড়া দুধ - ১ টেবিল চামুচ
ঘি – ১ চা চামুচ
পানি – প্রায় দেড় কাপ
মাংস সিদ্ধ হতে না চাইলে পেপে বাটা বা কুরানো – ১ টেবিল চামুচ দিতে পারেন।
হোটেলের বাবুর্চির রান্না খাসির রেজালা । খাসির রেজালা রেসিপি । Biye Barir Khasir Rezala Recipe Bangla