বারপাইকা বিলের জনজীন কেমন হতে পারে । বাংলার গ্রামীন সংস্কৃত কেমন তা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে বিলের মধ্যে মানুষ কি ভাবে জীবিকা নির্বাহ করে। নৌকা ছাড়া যারা এক মুহূর্ত বাড়ির বাইরে যেতে পারেনা । তারা কিভাবে চলে । তবুও এখানে বিদ্যুৎ আছে , বাসায় টিভি আছে , ছেলেমেয়েরা লেখা পড়া করছে। ঢাকা কলেজে চান্স পেয়েছে এই বিলের মধ্যে থেকে পড়াশুনা করে। আপনারা চাই প্রকৃতির অপার সৌন্দর্য এই বিলের জীবন ধারা দেখতে পারেন। এখানে শাপলার বিলের ভিডিও দেখতে পারেন ।
‘প্রাইভেট পড়তে যাওয়া মেয়ে বৃষ্টিকে নিয়ে আসার জন্য মা আশা রাণী নিজেই ডিঙি নিয়ে গিয়েছিল রাস্তায় | বাড়ির চরিদিকে অথই পানি। বের হওয়ার জন্য নৌকাই একমাত্র বাহন। একটানা ৩ দিন বৃষ্টি হলে বাড়ির উঠানে পানি উঠে যায় | এর মধ্যেই চলে নিত্য দিনের কাজকর্ম। একেবারেই প্রকৃতির মধ্যে বসবাস। পাখির ডাকে ঘুম ভাঙে। সকালের সূর্যের কিরণ স্বচ্ছ পানিতে পরে টলমল করলেও এ সৌন্দর্য তাদের চোখে পড়েনা। গরু -বাছুর আর হাসের খাবার যোগার করতে বেলা বেরে যায়। থেমে নেই পড়াশুনার অনুশীলন। বাচ্চারা চলে যায় স্কুলে, পুরুষ মানুষ চলে যায় ডাঙায় কাজের সন্ধানে। উচ্চ বিলাসী জীবন এখানে নেই। নেই এটিএম বুথ, নেই ফাইল নোট লেখার ভাষা। এখানে আছে ২টি ডিঙি, ২টি কোষা নৌকা। আছে আতিথেয়তার ভালোবাসা, ঠান্ডা মিঠাই খোলা হাওয়া, দূর গগণে সূর্য মেঘের খেলা। এখানে ঝরঝর করে বৃষ্টি আসে জানান দিয়ে। সন্ধ্যা হয় পাখির কিচিরমিচির শব্দে তখন উলুধ্বনির শব্দ বিলের পানিতে লেগে প্রকম্পিত হয়ে ভেসে যায় দূর গ্রামে। এশার আযানের পর নিস্তব্ধতা ঘিরে ধরে, ঢুলে পরে ঘুমের ঘোরে। থাকে শুধু রাত করে বাড়ি ফেরায় মাথার উপর হাজির মধ্যে থেকে ভুতে মাছ নিয়ে যাবার গল্প কাহিনি।
জীবন এখানে এমনই।
লোকেশন : বারপাইকা, দপাইরপাড়। বরিশাল। ফটোগ্রাফার : আমি নিজেই (মতুরাম) ৪/১০/২৪
#বিলেরমধ্যেবসবাস #বারপাইকাগ্রাম #গ্রামীনজীবন #beautifulbangladesh
Facebook Link : https://www.facebook.com/maturam
My Another Channel : https://www.youtube.com/@CharukolaBD