MENU

Fun & Interesting

কিতাবুত তাওহিদ সম্পূর্ণ অডিও বুক ┇ ১৪তম অডিও বুক ┇ Islamic Audio Book ┇ Insight Audio Book ┇

Insight Audio Book 4,080 1 year ago
Video Not Working? Fix It Now

কিতাবুত তাওহিদ সম্পূর্ণ অডিও বুক ┇ ১৪তম অডিও বুক ┇ Islamic Audio Book ┇ Insight Audio Book ┇ 🧡🧡🧡🧡কিতাবুত তাওহিদ💛💛💛💛 🇩 🇪 🇸 🇨 🇷 🇮 🇵 🇹 🇮 🇴 🇳 সকল পর্ব পাবেন এই প্লেলিস্টে https://youtube.com/playlist?list=PLZkv6D_e8R8Eb5ldxqv8Hpnfpe6ufxJr3 📓📓বই সম্পর্কে📓📓 যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেন এবং এমন উপায়ে তাকে রিযিক দেন যে, সে কল্পনাও করতে পারে না”। সূরা তালাক, আয়াত : ২-৩ নির্দিষ্ট জায়গায় হত্যা করার জন্য অশ্বারোহী উদ্যত হলে তার হাত অচল হয়ে যায় এবং তার অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠে। অবশেষে তাঁকে হত্যা না করেই তারা চলে যায়। শেষ পর্যন্ত তিনি দিরইয়ার মুহাম্মাদ ইবনে সুয়াইলাম উরাইনীর গৃহে আশ্রয় নেন। তাঁকে দেখে উরাইনী রাজা ইবনে সউদের সম্ভাব্য প্রতিরোধের ভয়ে প্রথম দিকে অস্থির হয়ে উঠেন এবং পরে শায়খ মুহাম্মদের সাথে আলোচনার পর ধৈর্য ধারণ করেন।কিতাবুত্ তাওহিদ’ বইটি মহান আল্লাহর তাওহিদের ওপর এককালজয়ী গ্রন্থ। অনেকগুলো অধ্যায় রয়েছে এই বইয়ে, যেগুলোর প্রতিটিতে একাধিক শিরকি কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা রয়েছে। আশা করি বইটি মনোযোগের সঙ্গে আপনারা পাঠ করবেন এবং শিরকমুক্ত জীবন গঠনে প্রত্যয়ী হবেন। এই বইয়ের লেখক, ব্যাখ্যাকার, সংকলক, অনুবাদক, সম্পাদক এবং এই বই প্রকাশের বিভিন্ন পর্যায়ে যারা যত সহযোগিতা করেছেন, মহান আল্লাহ তা কবুল করে নিন। তাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করুন। তাদেরকে শিরকমুক্ত তাওহিদের নির্মল আলোকচ্ছটায় আলোকিত জীবন গঠনের তাওফিক দান করুন।

Comment