সিলেটে ক'ব'র থেকে সুগন্ধি বের হচ্চে - এক অলৌকিক ঘটনা সিলেটের কানাইঘাটে। Sylhet Kanaighat
#কবরথেকেসুগন্ধি #সিলেট #কানাইঘাট
#Sylhet #Kanaighat #অলৌকিকঘটনা
#কবর #সুঘ্রাণ #সুগন্ধি #অলৌকিক
#সিলেটেরকানাইঘাট #কানাইঘাটউপজেলা
#sylhetkanaighat #kanaighatsylhet
#কানাইঘাটসিলেট #সিলেটকানাইঘাট
#dhtravellinginfo #sylhetivideo
সিলেটের প্রখ্যাত আলেম আল্লামা মোশাহিদ বায়মপুরী রহ: কবর থেকে অনেক বার সুগন্ধি সু ঘ্রাণ, সু বাতাস, বের হওয়ার খবর পাওয়া যায়।
সিলেটের ইতিহাসে তিনি ছিলেন একজন খ্যাতিমান আলেম, রাজনীতিক, সমাজ সংস্কারক ও লেখক। হাদিস বিশারদ হিসেবে উপমহাদেশে তার খ্যাতি রয়েছে। তিনি সিলেটের কানাইঘাট দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস ছিলেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসাসহ ভারত-বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ১৯৬২ সালে তিনি পাকিস্তানের মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি (এমএনএ) নির্বাচিত হয়েছিলেন।আরবি, বাংলা ও উর্দু ভাষায় তার মূল্যবান বেশ কিছু গ্রন্থ রয়েছে।মক্কার ইমামের একটি মাসয়ালায় ভুল ধরে আরব বিশ্বে তোলপাড় সৃষ্টি করেন।
ভিডিও তে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি পুরো ভিডিও দেখার অনুরোধ রইল।
ধন্যবাদ।।।।।