মহান ২৭শে মাঘ। শায়খুল ইসলাম, ইমামে আহলে সুন্নাত, হুযুর গাউসুল ওয়ারা হযরত আল্লামা শাহ্সুফি সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ) এর পবিত্র খোশরোজ শরীফআখেরী মুনাজাত পরিচালনা করবেন, হযরত শাহ্সুফি ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলি)।
ব্যবস্থাপনায়: আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া
সহযোগিতায়: মইনীয়া যুব ফোরাম
”জাতি-ধর্ম নির্বিশেষে সম্মিলিত হই শান্তির বারতা নিয়ে”
#sufistv #highlight #highlights2025 #