MENU

Fun & Interesting

বাংলায় তৈরি যে কামানকে দুনিয়া ধ্বং'স'কারী হিসেবেই জানতো বিশ্ব || Jahankosha Kaman || Murshidabad

Salahuddin Sumon 219,894 3 years ago
Video Not Working? Fix It Now

২০১৯ সালে প্রথম বার যখন মুর্শিদাবাদে এসেছিলাম, তখন শুনেছিলাম জাহানকোষা কামানের কথা। জাহানকোষা শব্দের অর্থ পৃথিবী ধ্বংসকারী। বলা হয়ে থাকে, কামানটির আকার ও ক্ষমতার কথা নাকি সেই সময় চারিদিকে ছড়িয়ে পড়েছিলো। প্রথম ভ্রমণে অদেখা বস্তুটি দেখানোর ব্যবস্থা করলেন মানস দা। তার বাইকে করে আমাকে নিয়ে এলেন মুর্শিদাবাদের তোপখানা এলাকায়। ভাবতেই অবাক লাগে, একজন বাঙালি জনার্দন কর্মকার। তিনি কতোটাই না দক্ষ ছিলেন, তাইতো তৈরি করতে পেরেছিলেন এমন একটি কামান। যে কারণে বিশ্ববাপী ছড়িয়ে পড়েছিলো তার নাম। অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে বলে এতে এখনো জং ধরেনি। এই কামানের একটি গোলা তৈরিতে ১৭ কেজি বারুদের প্রয়োজন হতো। জাহানকোষা কামানটি দেখে একজন বাঙালি হিসেবে আমার গর্ব হলো। এমন গর্বের বস্তুগুলো টিকে থাক চিরদিন, প্রজন্মের পর প্রজন্ম দেখুক, জানুক, বাঙালির ইতিহাস আর কীর্তি সম্পর্কে। #jahankosha_kaman #murshidabad #জাহানকোষা_কামান #মুর্শিদাবাদ

Comment