ইতালির ফ্লুসি ২০২৫ ; ১২ ই ফেব্রুয়ারির সিজনাল বা কৃষি ভিসা নিয়ে কিছু তথ্য; রিসেভুতা কখন পাবেন,,,,
#vlog #italytoportugal #ইতালিভিসা২০২৫
Follow Up My Facebook page
https://www.facebook.com/share/19oqoWWtYs/
ইউরোপ আসার আগে নিজেকে দক্ষ করুন আর নিচের কাজগুলো শিখুন:
সবচেয়ে জনপ্রিয় ১২ টি কাজ যা শিখলে ইউরোপ এর মাটিতে আপনাকে বসে থাকা লাগবেনা।
১) সর্বপ্রথম ড্রাইভিং টা শিখা ভালো নিজের জন্য হলেও। সাথে লাইসেন্স।
২) শেফ / ওয়েটার/ ওয়েট্রেস।
৩) ইলেক্ট্রিক্যাল কোর্স।
৪) গাড়ির মেকানিক কোর্স।
৫) ওয়েল্ডিং।
৬) প্লাম্বার, পেইন্টার।
৭) মোবাইলের ঠিক করার কাজ ( মেকানিক)।
৮) পিৎজা বানানো, কফি বানানো।
৯) টাইলস ফিটিং।
১০) দরজা, জানালা ফিক্সিং।
১১) এক্সেভেটর ড্রাইভিং / ফর্কলিফট ড্রাইভিং ( সাথে লাইসেন্স)।
১২) এসি/ এয়ারকন্ডিশন মেকানিক।
এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে তবে উপরের এই কাজ গুলো জানতে ইউরোপ এর মাটিতে আপনার কোথায় ঠেকা পরবেনা। কোম্পানি আপনাকেই খুঁজবে।
চলুন এখন থেকে একসাথে বলি নিজে দক্ষ হই অন্যকে দক্ষ হতে উদ্ভুদ্ধ করি। 💞💞💞