ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ০৫ জুন ২০২১ তারিখে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত হয় "সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ" শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ‘পাবলিক পার্লামেন্ট’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম। প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী ও বিরোধী দল হিসেবে শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা এর বিতার্কিকরা অংশগ্রহণ করে।