বিজয় সরকার ও রসিক সরকারের কবির পাল্লা কেমন ছিল কবি মনিশংকর সরকার বর্ননা করলেন শুনুন।
kobigan monisankar sarkar 2023
আমাদের RMS media ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই অভিনন্দন।
পুরাতন ঐতিহ্যকে টিকিয়ে রাখা আমাদের একান্ত অভিপ্রায়।
আমাদের চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠান রেকর্ড করে প্রচার করা হয়।
কবিগান,রামায়ণ গান,কীর্তন গান,হরি সঙ্গীত,মহাসংকীর্ত্তন,বিজয় গীতি,জারিগান,সারিগান,ভজন,ভাটিয়ালি,বিচ্ছেদ প্রমুখ গান সমূহ প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে।
সাম্প্রতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রয়াত শিল্পীদের দুষ্প্রাপ্য গান সংগ্রহ করে প্রতিনিয়ত আপনাদের সম্মুখে উপস্থাপন করা হচ্ছে।
আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে প্রয়াত চারণকবি পাগল বিজয় সরকার মহাশয়ের স্বকন্ঠের কবিগান,রামায়ণ গান সহ অগনিত ধুয়া গান।
এছাড়াও প্রয়াত চারণকবি অনাদিজ্ঞান সরকার মহাশয়ের স্বকণ্ঠের কবিগান ও ধুয়াগান।
আরও আপলোড করা হয়েছে প্রয়াত চারণকবি রসরাজ রসিকলাল সরকার মহাশয়ের স্বকণ্ঠের কবিগান।
এছাড়াও প্রয়াত চারণকবি কালিদাশ সরকার,নিতাই সরকার,বিনয় সরকার,নারায়ণ সরকার প্রমুখ প্রয়াত কবিদের স্বকণ্ঠের গান আপলোড করা হয়েছে।
বিজয় সরকার মহাশয়ের স্বকণ্ঠের গানের প্লেলিষ্ট
https://www.youtube.com/playlist?list=PLWLTeDxOjuhZ0sa66xj0bHNOArme70ob5
অনাদি জ্ঞান সরকার মহাশয়ের সকণ্ঠের গানের প্লেলিষ্ট
https://www.youtube.com/playlist?list=PLWLTeDxOjuhbblc3cufKxNhgE3krfMkLO
রসিকলাল সরকার মহাশয়ের স্বকণ্ঠের গান
https://www.youtube.com/watch?v=1alJTx5xPBI