MENU

Fun & Interesting

বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয় ও কলেজে আইন পড়া যায়? / Universities & Colleges to study Law in BD

LawTubeBD 120,132 1 year ago
Video Not Working? Fix It Now

যুগের তালে এবং প্রয়োজনের তাগিদে ইদানিং অনেকেই আইন পড়ার দিকে ঝুঁকছেন। অনেক অভিভাবকই এখন আর গতানুগতিকভাবে প্রত্যাশা করেন না যে, তাঁর সন্তান কেবল ডাক্তার আর ইঞ্জিনিয়ারই হবে। অন্যান্য অনেক প্রত্যাশার পাশাপাশি অভিভাবকেরা এখন এমনও প্রত্যাশা করেন যে, তাঁর সন্তান যেন বিচারক হয় কিংবা হয় কোনো জাঁদরেল অ্যাডভোকেট বা ব্যারিস্টার। কিন্তু কোথায় কোথায় আইন পড়া যায় কিংবা কোন প্রতিষ্ঠানে কীভাবে ভর্তি হতে হয়— সে সম্পর্কে সম্যক ধারণা নেই অনেকেরই। এমন অনেকেই আমাদের নিকট এই সম্পর্কে জানতে চেয়েছেন এবং কেউ কেউ এই সম্পর্কে একটি এপিসোড নির্মাণ করার অনুরোধ করেছেন আমাদের নিকট। এমন জানতে চাওয়া এবং অনুরোধের প্রেক্ষিতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি— “এলএলবি পড়তে চান? কোথায় এবং কীভাবে?” আমরা আশা করি, এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে বা কোন কোন কলেজে আইন পড়া যায় এবং কারা কীভাবে পড়তে পারেন আইন— সে সম্পর্কে প্রত্যেকেই লাভ করবেন একটা সুস্পষ্ট ধারণা, যার ফলে আগ্রহীরা আইন পড়ার দিকে এগিয়ে যেতে পারবেন আরও এক ধাপ। এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন সজল মিত্র রিচার্ড, পাঠ করেছেন মিশকাত শুকরানা, আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান। #lawtubebd #studylaw #bacheloroflaw #llb #lawstudents আইন সম্পর্কে আপডেট পেতে ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇 https://www.youtube.com/@lawtubebd?sub_confirmation=1 আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd

Comment