লালমনিরহাটে ভারত সীমান্তে ধরলা নদীর দুই ধারার মাঝে ছোট্ট একটি চর ফলিমারী। গা ঘেঁষে ভারতসীমান্ত। কৃষিকাজ ও পশুপালনের পাশাপাশি মাছ ধরাই এই চরের মানুষের মূল পেশা। ভাঙতে ভাঙতে চরের আবাদি জমি প্রায় শেষ হতে চলেছে। এভাবে ভাঙন চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই হয়তো মোগলহাট বন্দরের মতোই নদীগর্ভে বিলীন হয়ে যাবে ফলিমারী চর।