আহা!! মোহন মামার গরম গরম খিচুড়ি, অসাধারণ এক স্বাদ 🤤🤤
মোহন বাবুর্চির বিয়ে বাড়ির খিচুড়ি সম্পুর্ন রেসিপির #খিচুড়ি #রেসিপি #বিয়ে #রান্না
বাসায় রান্নার জন্য যে সব উপকরণ লাগবে
মাংস ভুনার জন্য
১. মাংস ১ কেজি
২. পেঁয়াজ কুঁচি ২৫০ গ্রাম
৩. তেল ১০০ এম এল
৪. আদা বাটা ২ টেবিল চামচ
৫. জিরে বাটা ১ চা চামচ
৬. রসুন বাটা ১ টেবিল চামচ
৭. হলুদ গুঁড়ো ১/২ টেবিল চামচ
৮. মরিচ গুঁড়ো ১ টে চামচ ( যারা ঝাল বেশি খান তারা বেশি দিতে পারেন কম খেলে কম)
৯. ধনিয়া গুঁড়ো ১/২ টেবিল চামচ
১০. পানি ১৫০ এম এল
১১. এলাচ ৬-৭ টি
১২. দারুচিনি ২'' ৫ টি
১৩. কাঁচা মরিচ ৮-১০ টি
১৪. ভাজা জিরা গুঁড়ো ১ চা চা
১৫. লবন পরিমান মত
চাল রান্নার উপকরন
১. চাল ১ কেজি
২. পানি ১.৯ লিটার ( অল্প আঁচে রান্নার জন্য) ২ লিটার (নরমাল রান্নার জন্য)
৩. মুগ ডাল ৫০ গ্রাম
৪. মুশর ডাল ১০০ গ্রাম
৫. তেল ৫০ এম এল
৬. পেঁয়াজ কুঁচি ২ কাপ
৭. আদ-রসুন-জিরে বাটা 2+2+1 টেবিল চা করে
৮. হলুদ-মরিচ-ধনিয়া গুঁড়ো - ১/২ চা চা করে
৯. এলাচ ৬-৭ টি
১০. দারুচিনি ২'' ৩ টি
১১. কাঁচা মরিচ ৮-১০ টি
১২. লবন পরিমান মত
১৩. টেস্টিং সল্ট ১/৪ চা চা ( ইচ্ছে)
১৪. পেঁয়াজ বেরেস্তা ৩-৪ চা চামচ
১৫. ঘি