রুদ্র কিছুই না বলেই প্রভাতিকে টান দিয়ে নিজের বুকে চেপে ধরলো, তার ভিতর বয়ে যাওয়া ঝড়টাকে থামাতে...
প্রভাতি কাঁদতে কাঁদতে রুদ্রর রুমে গিয়ে নিজের পরনের ফ্রকের চেইনটা খুলে দিলো।
"রুদ্র ভাই দেখো চাচি আমাকে কিভাবে মেরেছে। আমি ইচ্ছে করে কাঁচের গ্লাসটা ভাঙি নাই বিশ্বাস করো।" বলেই প্রভাতি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো।"
রুদ্র এক নজর প্রভাতির পিঠের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেললো। ১১ বছরের বাচ্চা একটা মেয়ের উপর তার মা কিভাবে এতো অমানবিক অত্যাচার করতে পারে ভেবে পায় না সে। একটি দীর্ঘশ্বাস ফেলে সে চেয়ার থেকে উঠে প্রভাতির কাছে গিয়ে তার জামার চেইনটা লাগিয়ে দিলো।
তার পুরো পিঠে লাল লাল জখমের দাগ হয়ে আছে, দেখেই বুঝা যাচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে পিটিয়েছে।
"তুমি কিছু বলছোনা কেনো? আমাকে কেন এতো মারে চাচি? আমি কি করেছি বলো না!"
রুদ্র কিছুই বলতে পারলোনা, সে প্রভাতিকে টান দিয়ে নিজের বুকে চেপে ধরলো, তার ভিতর