"শুভ্ররাঙা ভালোবাসা"♥️(গল্পের ৪র্থ অংশ)দুজনের তপ্ত নিঃশ্বাস খুব কাছ থেকে শোনা যাবে। আমি চাইবো তুমি..
আগুন ফট করে নিজের হাতের মুঠোয় থাকা মোমের হাতটা উঠিয়ে, হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। মোম হকচকিয়ে যায়। আগুন তার বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের মসৃণ কোমর চেপে নিজের আরও কাছে নিয়ে আসে। কপালে কপাল ঠেকিয়ে নেশাক্ত গলায় বলল,
" এমন কিছু যেটা তেমার আমার মধ্যকার সম্পর্কের সকল দূরত্ব ঘুচিয়ে দিবে। দুজনের তপ্ত নিঃশ্বাস খুব কাছ থেকে শোনা যাবে। আমি চাইবো তুমি নিজে থেকে বোঝো, জানো। কিন্তু আমি কখনো তোমাকে মুখ ফুটে তা বলতে পারবো না। তবে সেটা তোমাকে অনুভব করানোর চেষ্টা করতে পারবো। হৃদয় নিঙড়ানো মনের গহীনের প্রেমময় উষ্ণ উত্তাপে ঝলসে দিতে পারবো। "