MENU

Fun & Interesting

১ টি খরগোশ কিভাবে পালন করবেন, যত্ন করবেন, কোথায় রাখবেন | How To Rearing A Rabbit In Bangla

grow life 400,873 4 years ago
Video Not Working? Fix It Now

খরগোশ পালন পদ্ধতি ও খরগোশের ট্রেনিং নিয়ে এই কন্টেন্ট টি মুলত যারা একটি খরগোশ পালতে চান তাদের জন্যই। আজকে আপনি জানবেন আপনি কিভাবে একটি খরগোশ পালতে পারেন, খরগোশ কে কিভাবে পোষ মানাতে হয়, খরগোশ কে কিভাবে ট্রেনিং করালে ওরা আপনার পেছন পেছন ঘুরবে ও আপনার সাথে বন্ধুত্ব করবে। তাছাড়া খরগোশকে সুস্থ-সবল রাখতে কি কি খাবার দাবার দিতে হয় সেটাও ভিডিওতে বলে দিবো । তাহলে আসুন শুরু করা যাক। খরগোশ কিনতে গেলে কেমন বয়সের খরগোশ কিনবেন বা পোশ বানানোর জন্য কোন বয়সের খরগোশ সবচেয়ে ভালো। আপনারা যারা একটি খরগোশ কিনতে যান বা পালন করতে চান তারা কমপক্ষে 2 মাস বয়সের খরগোশ কিনবেন। সবচেয়ে ভালো হচ্ছে আড়াই থেকে তিন মাস বয়সের বাচ্চার খরগোশ কেনা। আপনি যদি দুই আড়াই মাস বয়সের বাচ্চা খরগোশ কিনেন তবে এটাকে পালতে পালতে ধীরে ধীরে ও আপনার বাধ্য হয়ে যাবে। খরগোশ সহজে কুকুর বা বেড়ালের মতো পোষ মানে না ঠিকই কিন্তু এরা এদের মালিক কে চিনতে পারে। এছাড়া সঠিক ট্রেনিং করাতে পারলে এটা খুব ভালোভাবেই পোষ মানায়। একটি খরগোশ পালন করলে আপনি সেটাকে আপনার ফ্ল্যাট বাসায় ঘরের ভেতরে ছেড়ে রাখতে পারেন। খরগোশের একটা নির্দিষ্ট নাম দিতে পারেন। সাধারণত আপনি খরগোশকে তার নাম ধরে ডাকলে এতো সহজে কাছে আসবে না। কিন্তু খরগোশ সাংকেতিক ভাষা খুব ভালো বুঝতে পারে। প্রতিদিন আপনি খরগোশটিকে ঘরের মধ্যে ছেড়ে ওর সাথে কিছু সময় কাটালে ধীরে ধীরে ওর সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাবে। আপনি হাঁটতে নিলে সে বারবার পায়ের কাছে এসে ঘোরাঘুরি করবে। অনেক সময় খরগোশ তার মালিকের পেছন পেছন ঘুরে।

Comment