MENU

Fun & Interesting

বাগান করতে কোনরকম খরচা হবে না/দেখে নিন সহজ পদ্ধতি গুলি/homemade organic fertilizer/

Green Friends 342,520 3 years ago
Video Not Working? Fix It Now

#organic_fertilizer ছাদে বাগান করতে গেলে খরচ কম হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন সহজ পদ্ধতিতে কিভাবে গাছের জন্য খাবার মাটি তৈরি করবেন সবকিছু দেখানো হয়েছে। একটু চেষ্টা করলে নিজেরা তৈরি করতে পারবেন কি সুবিধা কি অসুবিধা আছে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে। অনেকেই এই খরচার জন্য বাগান করার তে উৎসাহ একদমই দেখায় না তাদের জন্য সবসময় তাদের চ্যানেল পাশে আছে green friends। আমরা চাই সবাই সহজ হবে ছাদে বাগান করুক তার জন্য যা কিছু করা দরকার আমরা সব রকম ভাবে চেষ্টা করব। Green friends YouTube channel এ রোজ দুপুরে নতুন ভিডিও আসে।

Comment