MENU

Fun & Interesting

খানজাহান আলীর মাজার ও ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন। সম্পূর্ণ ট্যুর গাইড । খুলনা বাগেরহাট।

Video Not Working? Fix It Now

খানজাহান আলীর মাজার ও ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন। সম্পূর্ণ ট্যুর গাইড । খুলনা বাগেরহাট। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না।ধারণা করা হয় এটি ১৫শ খ্রিস্টাব্দে নির্মাণ করেন।[১] এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত; বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৮৫ খ্রিষ্টাব্দে ইউনেস্কো এই সম্মান #travel #khulna #Bagerhat #bangldeshi_vlogger #Bangladesh_travel #historical_place

Comment