আত্মিক শুদ্ধি প্রকৃত ঈমানদার হবার প্রথম ধাপ। নবী প্রেমের মাধ্যমেই আল্লাহ প্রেমের দিশা মেলে।
আল্লাহ-নবী প্রেমের এই বার্তা ছড়ানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন খাজাবাগ ও খাজায়েনে রহমত দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর মুর্শেদ হযরত খাজাবাবা কতুবুল এরশাদ শাহ খাজা মুহাম্মদ রেজাউল হক (কুঃছিঃআঃ) নকশেবন্দী মুজাদ্দেদী ৷
খাজা এনায়েতপুরী হুজুরের বংশধর মুজাদ্দেদে জামান হুজুরপাক এর সকল ওয়াজ ও নসিহত প্রকাশের একমাত্র অফিশিয়াল চ্যানেল।
আল্লাহ কে পেতে, নবী অলির প্রেমে সবাই একসাথেই থাকুন।
#খাজাবাবা_খাজাবাগী