সিরাজউদ্দৌলা কেন গোপাল ভাঁড়কে ফাঁসি দিয়েছিল? গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কি হয়েছিল। গোপাল ভাঁড়।
#গোপালভাঁড় #gopalbharvad
গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কি হয়েছিল?
গোপাল চন্দ্র প্রামাণিক, আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের নাম জানেন না এমন বাঙালি বোধহয় নেই বললেই চলে ৷ গোপাল মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক মিষ্টি গোলগাল হাস্যজ্বল কৃষ্ণচন্দ্রের রাজসভার অত্যন্ত বুদ্ধিমান সেই মানুষের ছবি। কিন্তু আপনার কি জানেন আমাদের সেই সবার প্রিয় গোপাল ভার কে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার আদেশ ফাঁসি দেয়া হয়েছিল? চলুন আমরা শুনে আসি গোপাল ভাঁড়ের সাথে ঘটে যাওয়া সেই ট্রাজিকাল ঘটনা প্রবাহ।
বলা হয়ে থাকে ১৭০১ সালের দিকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে গোপাল চন্দ্র প্রামানিক জন্মগ্রহণ করেছিলেন। গোপাল যখন ছোট ছিলেন তখন তাঁর বাবা মা মারা যান। অষ্টাদশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় ভাঁড় হিসেবে নিযুক্ত ছিলেন গোপাল।