MENU

Fun & Interesting

থোকা থোকা ফল টবের গাছেই ঝুলছে, মনে হবে দার্জিলিং এর লেবু বাগান/online nursery visit/

Green Friends 262,490 2 years ago
Video Not Working? Fix It Now

#fruit_plant_nursery #online_nursery খুব সাধারনভাবে শুরু করেছিলাম এখন আর সেই জায়গায় নেই গাছের সংখ্যা যেমন বেড়েছে দিনে দিনে ফলের সংখ্যাও ঠিক ততটাই বেড়েছে ভালো ফলের সন্ধান বা ফল গাছের সন্ধান আমরা রেগুলার করছি অসুবিধা কোন কিছুই হচ্ছে না বাগান করতে গিয়ে এখন। কিছু মানুষ অসুবিধায় পড়ছে যে তারা কোন জাতের ভালো ফল গাছ কিনলে এবং কিনে ঠকার কোন ভয় থাকছে না এরকম কিছু নার্সারি এর তুলে ধরার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে সবকিছু বুঝতে পারবেন ফোন নম্বর ঠিকানা ও কিভাবে গাছ আনতে যাবেন বা বাড়িতে বসে কিনবেন তার সবকিছু বলা হয়েছে এছাড়া রোজ দুপুরে সুন্দর ভিডিও দেওয়া হয় আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর হ্যাঁ ছাদ বাগানে ভালো কাজ করার যায় কিভাবে সেই নিয়ে আলোচনা করতে থাকবেন।

Comment