শশীপ্রভা মুগ্ধ হলো।অথচ এই মানুষটা সবসময়ই কেমন রাগী,গম্ভীর মুড নিয়ে থাকে।প্রয়োজন ছাড়া যাকে কথা কিংবা
#সূর্য_ডোবার_পরে।
#গল্পের অন্তিম অংশ।
#ইসরাত ইতি।
শশীপ্রভা মুগ্ধ হলো। অথচ এই মানুষটা সবসময়ই কেমন রাগী,গম্ভীর মুড নিয়ে থাকে। প্রয়োজন ছাড়া যাকে কথা কিংবা হাসতে দেখেনি কখনো।সেই মানুষটাই কি-না তার কষ্টে অস্থির হচ্ছে! রাত জেগে তার সেবাশুশ্রূষা করছে! শুইয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। আরো অবাক হলো শশীপ্রভা। মানুষটা তাকে কতোটা আপন করে নিয়েছে মাত্র দুইদিনেই! যেনো তাদের আন্ডারস্ট্যান্ডিং তা বহুদিনের। এই যে এতো কাছে এসেছে কোনো সংকোচ নেই কিন্তু অস্থিরতা! অতিরিক্ত সুখে শশীপ্রভার কান্নার মাত্রা বেড়ে গেলো। মনে হচ্ছে স্বপ্ন দেখছে।