খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিশাল আকারের এই জৈবসার কারখানা প্রতিদিন প্রায় ১০ টন জৈব সার উৎপাদনে সক্ষম। লতাপাতা, গোবর, মুরগির লিটার এবং ট্রাইকোডার্মা ব্যবহার করা হচ্ছে কম্পোষ্ট তৈরিতে। পাহাড়ীর এলাকায় যেহেতু বাণিজ্যিক কৃষি ছড়িয়ে পড়ছে সেখানে এই ধরনের সার ব্যবহারকে উৎসাহিত করা দরকার। এর ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং কেমিকেলের দূষণ থেকে এই মাটি রক্ষা পাবে। উদ্যোক্তা মোস্তফা শিবলীর উদ্যোগটি সফল হোক এটি সবার প্রত্যাশা