MENU

Fun & Interesting

কম্পিউটার দিয়ে মৌজা নকশা সার্ভের ২০৫০ টাকার ভিডিও কোর্স সম্পর্কে বিস্তারিত!(সার্টিফিকেট সহ)

BD Land Surveyor 26,037 2 years ago
Video Not Working? Fix It Now

আসসালামু আলাইকুম BD Land Surveyor ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ইসরাইল খান। ইতিপূর্বে আমরা অটোক্যাড এর উপর আপনাদের জন্য অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম। সেগুলো আপনারা দেখেছেন। অনেকে আমাদের কাছে প্যানটাগ্রাফ কিভাবে করে এ বিষয়ে জানতে চেয়েছিলেন। আবার অনেকে কিভাবে মৌজা নকশা প্রিন্ট করে সঠিক স্কেলে সে বিষয়টাও জানতে চেয়েছিলেন। এসকল বিষয় সহ আরো অনেক বিষয় মাথায় রেখে আমরা আপনাদের জন্য অনলাইনে একটি ভিডিও কোর্স নিয়ে এসেছি। টাইমস্টাম্পঃ- 00:00 Intro 00:34 ✅ ডিজিটাল সার্ভে কোর্স 00:46 ✅ কোর্সটি কাদের জন্য ? 01:25 ✅ কোর্সটিতে যে সকল বিষয় সমূহ আমরা শিখবো। 01:57 ✅ অটোক্যাডসহ বিভিন্ন প্রয়োজনীয় ফাইল ইনস্টল করা! 02:17 ✅ কিভাবে ইন্সটল করতে হয় সে বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আজীবনের জন্য দেখতে পারা! 02:26 ✅ অটোক্যাড স্কেল সম্পর্কে ধারণা। [১৬", ৬৪" ৮০" ] নকশা পরিমাপের সূত্র। পৃথিবীতে যত স্কেলের নকশাই হোক না কেন আপনি পরিমাপ করতে পারবেন! 02:36 [অটোক্যাডে ইউনিট ও ফরম্যাট] আসলে এই কোর্সটি করলে আপনার ইউনিট ও ফরমেট সম্পর্কে ধারণা না থাকলেও চলবে কোন সমস্যা নেই তাও আমরা এটা শিখিয়ে দিব! 02:49 ✅ [ Part-2 ফাইল ডাউনলোড] অটোক্যাডের টেমপ্লেট ফাইল ডাউনলোড আজীবনের জন্য সেটা ব্যবহার করতে পারা। এ ফাইল ব্যবহারের ফলে আপনার অটোক্যাডে ডিমার্কেসনে কোন প্রকার সিটিংস বা ফরমেট কিছুই করতে হবে না। আপনি সরাসরি অটোক্যাড করে পরিমাপ করে প্রিন্ট করতে পারবেন! 03:21 ✅ কিভাবে কোন প্রকার সেটিংস করা ছাড়া টেমপ্লেট টি ব্যবহার করবেন এবং ডিমার্কেশন করে প্রিন্ট করবেন সঠিক স্কেলে ! সেটা একটি ভিডিওতেই দেখানো হয়েছে। 03:34 ✅ কিভাবে কোন প্রকার সেটিংস করা ছাড়া টেমপ্লেট টি ব্যবহার করবেন এবং প্যান্টাগ্রাফ করবেন প্রিন্ট করবেন সঠিক স্কেলে 03:54 ✅ অটোক্যাডের সকল খুটিনাটি বিষয়! 04:05 ✅ কোর্সটি কিভাবে কিনবেন? 04:45 ✅ সার্টিফিকেট যেভাবে নিবেন?

Comment