MENU

Fun & Interesting

ফুলের স্বর্গরাজ্য তে আমরা, চোখ সরাতে পারবেন না প্রত্যেকটা মুহূর্তে/Beautiful Winter Garden/

Green Friends 828,615 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

#winter_Garden_overview
শীতের বাগান কল্যাণী সান্ত্বনা দির অসম্ভব সুন্দর বাগানে চলে এসেছি আজ আমরা সকলে তার কারণ আজ আমার সঙ্গে অনেক মানুষ আছেন, প্রত্যেককেই বাগান প্রেমিক মানুষ, সহজে তার বাগানে প্রত্যেকটা গাছ ফুল দিচ্ছে এখানে এমন কিছু গাছ আমরা দেখব যেগুলি আগে কোন সময় আমরা দেখিনি বিশেষ করে একটি ক্যামেলিয়া কাছে কিভাবে ফুল হয়ে আছে আপনারা দেখতে পাবেন।
জায়গাটা একটু ছায়াযুক্ত তাই শীতের ফুল আসতে একটু সময় লেগে যায় তাই এই ভিডিও একটু দেরি করে করলাম।
এর সাথে অসম্ভব সুন্দর হাতের কাজ সাকুলেন্ট ক্যাকটাস বেশকিছু পাতাবাহার সবকিছু দেখাবো।
খুব সহজে কিভাবে বাগান করছেন প্রত্যেকটা মুহূর্তে আমরা আলোচনা করে নেব দিদির সাথে।
বাগান কিভাবে কত সুন্দর করে সাজানো যায় টিপস নেব আমরা, আপনারা চাইলে এই ভাবে বাড়ির উঠান আপনার খালি থাকে সেখানে বসাতেই পারেন কারণ বাগান করা আমাদের কাছে দিনে দিনে আরও সহজ হয়ে আসছে।
প্রত্যেকটা মানুষ এগিয়ে আসছে বাগান করার জন্য সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি দিনের পর দিন।
যতদিন যাবে আমরা নতুন নতুন বাগান আপনাদের সামনে হাজির করব সেখান থেকে সুন্দর সুন্দর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে সবাই সহজে বাগান করতে পারে।

Comment