বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার। মোটা দাগে এর শতকরা প্রায় ষাট ভাগ বা ছয় হাজার বর্গ কিলোমিটারের মত এলাকা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে। আর বাকি শতকরা চল্লিশ ভাগ বা চার হাজার বর্গকিলোমিটারের মত এলাকা ভারতের নিয়ন্ত্রণাধীন। জমি মাপজোকের প্রচলিত এককের হিসেবে এই সুন্দরবনের আয়তন প্রায় ২৫ লাখ একর। বিস্ময়কর ব্যাপার হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনের আয়তন মাত্র তিন হাজার একরেরও কম।
সুন্দরবন সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য জানবেন আদ্যোপান্ত'র এই পর্বে।
📌 সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/ADYOPANTO
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
greenfootstudio@gmail.com