বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় মানুষ শুধু মহাকাশেই পৌছে যায়নি, বরং মহাকাশে নিয়মিত বসবাসও করছে। পৃথিবীর বাইরে মানুষের একমাত্র বসতি হল, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। যা Intenational Space Station বা ISS নামে অধিক পরিচিত।
২০৩০ সাল পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ব্যবহৃত হওয়ার কথা থাকলেও, ইতোমধ্যেই বেশ কিছু ত্রুটির কারণে স্টেশনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ৫০টি স্থানে ফাটল খুঁজে পাওয়া গেছে, যার মধ্যে চারটি বেশ বড় ধরনের। এর ফলে মহাকাশ স্টেশনের বাতাস বাইরে বেরিয়ে যাওয়ার মত মারাত্নক ঝুঁকিও তৈরী হচ্ছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কিভাবে তৈরী করা হয়েছিল এবং বর্তমানে এতে কি ধরনের সমস্যা দেখা দিয়েছে, সে সম্পর্কে আলোচনা করা হবে কিকেনকিভাবে র এই পর্বে।
00:00 ভূমিকা
01:32 মহাকাশ স্টেশন নির্মাণ
04:07 মহাকাশ স্টেশনে বসবাস
05:17 মহাকাশ স্টেশনে ফাটল
06:51 মহাকাশ স্টেশনের অবসান
কিকেনকিভাবে র ফেসবুক পেইজেও নিয়মিত সকল ভিডিও প্রকািশিত হচ্ছে। কিকেনকিভাবে র ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন।
ফেসবুক পেজ: https://www.facebook.com/kikenokivabe
💡 সাবস্ক্রাইব করুন: https://goo.gl/sBmcKv
🔔বেল আইকন ক্লিক করুন🔔
💡 আমাদের ওয়েব সাইট ঘুরে আসুন:
▶ https://kikenokivabe.com/
⚠ এই ভিডিওতে প্রচারিত সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট / বই / জার্নাল / ম্যাগাজিন / জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যম / প্রামাণ্যচিত্র থেকে সংগৃহীত।
⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। কিছু দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরী করা হয়েছে।
⚠ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।
CONTACT US:
✉ email: [email protected]