সারা গরমেও নিজের ছাদ বাগান থেকে ধনেপাতা পেতে এই দুটি টিপস্ অবশ্যই ফলো করুন।।Coriander in summer.
#dhonepata
#coriander
#greenypots
শীতকালে প্রচুর ধরনের সবজি পাওয়া যায় আর সেই সবজির তরকারি যখন রান্না করা হয় তাতে আলাদা করে স্বাদ বাড়ানোর জন্য আমরা ব্যবহার করি ধনেপাতা কুচি। তবে বাজার থেকে যখন ধনে পাতা নিয়ে আসি সেটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারি না তার মধ্যে অনেক নোংরা লেগে থাকতে পারে। এছাড়াও বিভিন্ন রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক ফার্টিলাইজার থাকে। যেহেতু এটা কাঁচা খাওয়া হয় তাই বাড়ির ছাদে যদি করা হয় তাতে খেতেও স্বাদ বেশি হবে আর কোন রাসায়নিক কীটনাশকও দিতে হবে না। অনেকেই ধনেপাতা চাষ করতে পারেন না ছোট ছোট গামলার মধ্যেই খুব সুন্দর ভাবে করা যায় ধনের বীজ নিয়ে এসে। এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতিটি দেখানো হয়েছে।
আশা করি আপনারা এরপরে নিজের বাড়িতেই বারান্দায় ,ছাদে, জালনার উপরে ধনেপাতা চাষ করতে পারবেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। যারা শাক সবজি চাষ করতে ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দেবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ।
contact me on:
greenypots2021@gmail.com
Gardening gloves: https://www.amazon.in/Gardening-Gloves-Digging-Pruning-Planting