প্রিয়_ভালোবাসার_নেশা।
ইশিকা_ইসলাম_ইশা
সকল অংশ এক সাথে।
অন্ধকার রুমে বসে ড্রিকস করছে মেঘ খান। সামনে একটি মেয়ে ছবি। পুরো দেয়াল জুরে শুধু সেই মেয়েটিরই ছবি ।অনুভব : সুইটহার্ট কেমন আছো তুমি? খুব শিগগিরই দেখা হবে আমাদের আর দুরে থাকবো নাহ।তুমি আমার নেশা তোমার নেশা রোজ পান করি আমি। পুরো পৃথিবী মেঘ খানের জন্য দিওয়ানা কিন্তু এই মেঘ খান শুধু তোমার আর তুমি আমার বলেই হাসতে লাগলো।পুরো বাড়ি সাজানো হচ্ছে আজ দ্যা বেস্ট বিজনেস ম্যান মাহিন চৌধুরীর একমাত্র মেয়ের engagement party কিন্তু সে কই যায় জন্য এতো আয়োজন চলুন দেখে আসি,,
.
.
.
আদিবা:জানু আর কতক্ষণ এভাবে বসে থাকবি বল তো?
মাহিরা:যতক্ষন না ওই engagement party ভন্ডল করার আইডিয়া পাচ্ছি।
আদিবা:তুই কি চাস না বিয়ে করতে? তাহলে আঙ্কেলকে বল এতো প্যারা নেওয়ার কি আছে?
(বইন যাই করস না কেন এই বিয়ে টা তুই করিস না নাহলে ও আমাকে মে'রে মাটিতে পুঁ'তে রেখে দিবে হায় খোদা সাহায্য করো মনে মনে)