রুকইয়াহ জ্বীন জাদুর সমস্যার কোরআনি চিকিৎসা...
রুকইয়াহ কি?
রুকইয়ার পারিভাষিক অর্থ হচ্ছে, কোরআনের আয়াত, আল্লাহর নামের জিকির, হাদিসে রাসূল (সা.) অথবা সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে কোনো বিপদ থেকে মুক্তি চাওয়া কিংবা রোগ থেকে আরোগ্য কামনা করা।
আর এটাই রুকইয়াহ শারইয়াহ’র উত্তম সংজ্ঞা।
রুকইয়াহ শারইয়াহ যা নয়:
এটা মনের আশা পূরণ কিংবা অসাধ্য সাধনের কোনো তদবির না, স্বামীকে বশ করার কোন মন্ত্র না, এটা নামাজ-রোজা কিংবা হজ-জাকাতের মতন বিশেষ কোনো ইবাদাত না। এটা একটা চিকিৎসা পদ্ধতি।
রুকইয়াহ কি কি রোগের জন্য করা যেতে পারে:
ওয়াসওয়াসা,বদনজর, জাদূ, জিনের সমস্যা সহ শারীরিক সকল সমস্যার জন্য রুকইয়াহ গ্রহণ করা যায়।
আমাদের ফেজবুক পেজ : https://www.facebook.com/raqirahatalahnaf/
আমাদের ফেজবুক আইডি লিংক: https://www.facebook.com/rajbarihijama
মোবাইল : ০১৯২৫০৩২৩৪৩