নদের চাঁদ। এটি এমন একটি নাম, যা বৃহত্তর ফরিদপুর অঞ্চল তো বটেই, গোটা দক্ষিণবঙ্গের নদী-মাটি-জলে আর আলো-বাতাসে মিলেমিশে একাকার হয়ে আছে বহুকাল ধরে।
কামরূপ কামাক্ষ্যা থেকে মন্ত্র শিখে এসে বউয়ের অনুরোধে কুমির হয়ে যাওয়া আর বউয়ের ভুলেই মানুষরূপে ফিরতে না পারার যে করুণ কাহিনী তা দক্ষিণবঙ্গের মানুষদের আজো গভীর বেদনায় আচ্ছন্ন করে রেখেছে।
এখানকার পথে-পথে, ঘরে-ঘরে, এমনকি প্রতিটি মুখে মুখে, অন্তরে-অন্তরে শত শত বছর ধরে সমহিমায় বিরাজ করছেন নদের চাঁদ।
তাঁকে নিয়ে কতো গল্প-কবিতা আর গান রচিত হয়েছে তারও কোনো হিসাব নেই।
মধুমতি নদীর যে ঘাটে কুমির বেশি নদেরচাঁদকে প্রতিদিন খাবার দিতেন তার দুখিনী মা, পরে যেখানে তাকে হত্যা করা হয়েছিলো, নদের চাঁদের ঘাট নামে আজো তা রয়ে গেছে। শুধু কী তাই, তাঁর নামে বাজার রয়েছে, স্কুল রয়েছে, রয়েছে বিশাল বাঁওর।
লোকগাঁথার একটি চরিত্র কিভাবে মানুষের মনে জায়গা করে নিলো, তা-ই সরেজমিনে ঘুরে দেখাবো আমি এই ভিডিওতে।
Contact :
[email protected]
#noder_chand #noder_chand_er_ghat #faridpur #নদের_চাঁদ #নদের_চাঁদের_ঘাট #ফরিদপুর #লোককথা