MENU

Fun & Interesting

পান বরজে মাটি তুলে দেয়ার সময় কি কি সার ব্যবহার করবেন

Video Not Working? Fix It Now

👉 10 কাঠা পান বরজে মাটি তুলে দেওয়ার সময়:- 10 কেজি টিএসপি 15 কেজি ডিএপি 15 কেজি এমওপি 1 কেজি মেনকোজেব 2 কেজি সালফার গন্ধব (থিয়োভিট, মনোভিট, গ্রীনার .. বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় ) 2 কেজি রুট হরমোন 2 কেজি কার্বোফুরান জাতীয় দানাদার 2 কেজি ম্যাগনেসিয়াম সালফেট 80 কেজি কেঁচো সার সবগুলো একসাথে ভালোভাবে মিশ্রিত করে পান বরজের দুই পিলির মাঝ বরাবর মেঝে দিয়ে ছিটিয়ে দিয়ে বরজে মাটি তুলে দিতে হবে..... এবং পরের দিন সম্ভব হলে ভালোভাবে পানি সেচ দিতে হবে..... সার দেয়ার 15 দিন পরে পান গাছ নামিয়ে দেয়া যাবে ।

Comment